কুমারখালী সংবাদদাতা ঃ
আমি মো:আজিজুল হক নবা চেয়ারম্যান ৭নং বাগুলাট ইউনিয়ন পরিষদ আমার বিরুদ্ধে কুষ্টিয়া থেকে প্রকাশিত কুষ্টিয়ার দর্পণ পত্রিকায় গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখ একটি সংবাদ প্রকাশ করা হয়।
যার শিরোনামে লেখা ছিল ৭ নং বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক নবা বিরুদ্ধে বিস্তর অভিযোগ।
উক্ত নিউজে বলা হয় আমি নাকি বাগুলাট মাধ্যমিক বিদ্যালয়ের জায়গায় পুকুর জোরপূর্বক দখলে নিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন
যার কোন সত্যতা নেই,
এই পুকুর টি গত ০৬/৬/২০২৪ তারিখে উক্ত বিদ্যালয় পরিচালনা পরিষদ কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিজ ও পরিচালনা অপরিষদের সদস্য বৃন্দদের সম্মতিক্রমে ৫০ হাজার টাকায় আমার ছেলের কাছে লিজ প্রদান করা হয়।
যার মেয়াদ কাল আগামী ৩০ সাল পর্যন্ত যাহার সমস্ত বৈধ কাগজ পাতি আমার কাছে রয়েছে
এবং এছাড়াও আমার বিরুদ্ধে সরকারি ১৯ বিঘা সম্পত্তি দখল নেয়ার অভিযোগ তুলেছে
যার কোন সত্যতা নেই কারণ উক্ত জমিটি আমি সহ আমার এলাকার আরো ১৫ জন মিলে সরকারের কাছ থেকে লিজ প্রদান করিয়া দখলে রয়েছি।
আমি কোন সরকারি সম্পত্তি জবর দখল করি নাই তার সমস্ত কোটের বৈধ কাগজ পাতি আমার কাছে রয়েছে। আপনারা চাইলে দেখতে পারেন।
এর কম কোন অভিযোগ আপনারা সামনে আনতে পারেন বা তার কোন সত্যতা আমাকে দেখাইতে পারেন তাহলে আমি যে বিচার হয় আমি সেটা মাথা পেতে নিব।
এই সমস্ত কথাগুলোর সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য প্রবলিত যার কোন সঠিক সত্যতা আপনারা খুঁজে পাবেন না এছাড়াও বিগত সরকারের আমলে আমি চেয়ারম্যান হয়েছি এবং বাগুলাট ইউনিয়নের ৩০ বছর বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দায়িত্ব পালন করছি।
এর কারণেই রাজনৈতিক কিছু শত্রুতা বা পক্ষ-বিপক্ষ থাকতে পারে যার কারণে এগুলো হচ্ছে
তবে সব কিছু মিথ্যা ও ভিত্তিহীন এর কোন সত্যতা নেই তাই আমি সাংবাদিক ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ তথ্য যাচাই-বাছাই করার পর সঠিক নিউজ করবেন বলে আশা করি।
এ বিষয়ে বাগুলাট ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ শওকত আলীর সাথে কথা বললে তিনি আমাদের কে জানান আমাদের চেয়ারম্যান সাহেব খুব বিনয়ী মানুষ সে কোন অনিয়ম দুর্নীতি প্রশ্রয় দেন নাই আমরা ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম তাকে সাথে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি।
এছাড়াও উক্ত ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ মনিরুল ইসলাম বলেন আমাদের চেয়ারম্যান সকল ধরনের সরকারি প্রদান করা জিনিসপত্র ও সহযোগিতা সবার মধ্যে সমান ভাবে বিলিয়ে দেন।
তাই তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চেয়ারম্যান হিসেবে উনি খুব বিনয়ী এবং ভদ্র মানুষ এবং সে দেশের এই ক্লান্তি লগ্নেও সমানভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Онлайн проект real-madrid-cf.ru где собраны полезные данные, инструменты и сервисы для повседневной жизни и профессиональной деятельности. Сайт адаптирован под любые устройства, стабильно работает и предоставляет максимум пользы без лишнего шума и рекламы.
cloud server online cloud server cheap