ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ঃ
কক্সবাজারের ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এতে অবৈধ উপায়ে আনা ১৫৫টি গরু-মহিষ জব্দ করা হয়। গতকাল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও গরুর বাজার সংলগ্ন আড়তে প্রথমে অভিযান চালানো হয়। যা পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানা। তিনি জব্দকৃত পশু গুলো ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিমের জিম্মায় দেন। জব্দকৃত পশুর মধ্যে ১৬টি মহিষ ও বাকিগুলো গরু বলে জানা গেছে।
সহকারি কমিশনার (ভূমি) জানান, গরুর বাজার সংলগ্ন যে কয়েকটি আড়ত রয়েছে তা গরুর বাজারের নির্ধারিত আওতার অন্তর্ভূক্ত নয়। তাছাড়া যে পশুগুলো এসব আড়তে স্টক রাখা হয়েছে তার কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাই সেগুলোকে জব্দ করে লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার, কক্সবাজার সদর উপজেলা ও ঈদগাঁও উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জহর লাল পালসহ সংশ্লিষ্টরা।
ঈদগাঁও ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, চোরাই পথে আনা বার্মিজ গরু-মহিষ গুলো তার জিন্নায় দেয়া হয়েছে। এগুলোর কোন বৈধ কাগজপত্র পাননি সদর উপজেলার এসিল্যান্ড।
ঈদগাঁও বাজার ইজারাদার আব্দুর রহিম জানান বেশ কদিন আগে গরুগুলো মজুদ করা হয়েছে। তিনি এসব গর- মহিষের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি করেন। কিছু গরু অকশনেরও রয়েছে।
ব্যবসায়ী মোস্তাক আহমদ জানান, তিনি মাসিক ৮০ হাজার টাকা মূল্য জনৈক শাহজাহানকে জায়গাটি ভাড়া দিয়েছেন। তার নিজস্ব কোন আড়ৎ নেই।