হরিণাকুন্ডু উপজেলা প্রতিনিধি:
মামুনুর রহমান ( টগর),
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার পৌরসভার টিসিবির পণ্য চুরি করে জনতার হাতে আটক হয়েছেন সমন্বয়ক রাসেদ।
৬/৫/২৫ ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে হরিণাকুন্ডু পৌরসভার টিসিবির পণ্য বিতরণ কালে সমন্বয়ক পরিচয়ে কয়েক বস্তা মালামাল চুরি করেন রাসেদ।
এবং সেসময় টিসিবির পণ্য নিতে যাওয়া জনগণ হাতে নাতে আটক করে ও হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমকে সংবাদ টি জানাই,মধ্যে খানে একটু সুযোগ পেয়ে সবার চক্ষু ফাঁকি দিয়ে ঘটনা স্থল ত্যাগ করে সমন্বয়ক রাসেদ।
সাংবাদিক ঘটনা স্থলে গিয়ে সমন্বয়ক রাসেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায়।
ঘটনার দিন সন্ধ্যায় উৎসুক জনতা, সাধারণ মানুষের টিসিবির পণ্য চুরি করার জন্য হাসপাতাল মোড় হয়ে উপজেলা দোয়েল চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে ও সমন্বয়ক পরিচয় দেওয়া টিসিবির পণ্য চুরি করা চোর রাসেদকে দ্রুত গ্ৰেফতার করার দাবি জানান।
এব্যাপারে সমন্বয়ক রাসেদ কে বেশ কয়েকবার ফোন দিলে তিনি তা রিসিভ করেননি।
এবং বিভিন্ন লোক মাধ্যমে সাংবাদিক আরিফুল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমকে হত্যার হুমকি ও দিয়ে যাচ্ছেন।
টিসিবির পণ্য চুরির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করা হয়েছে। তিনি জানিয়েছেন ঘটনার সত্যতা থাকলে অবশ্যই তাকে আইনের আওতায় আসতে হবে।
открыть бизнес в англии открыть компанию в англии
Современный и удобный сайт tuktuk-dveri.ru на котором легко найти нужную информацию, товары или услуги. Простая навигация, понятный интерфейс и актуальное содержание подойдут как для новых пользователей, так и для постоянной аудитории. Работает быстро, доступен круглосуточно.