উপজেলা প্রতিনিধি ঃ
মামুনুর রহমান
পুলিশের একজন সাব ইনস্পেকটর (এসআই) হিসেবে ২০১৬ সালে ঝিনাইদাহ জেলা ডিবি পুলিশে কর্মরত থাকাকালীন ১-বছরে, ৮-জন ব্যাক্তি কে গুম-খুনের দায়ে এজাহার নামীয় আসামী হিসেবে উঠে এসেছে ঐ সময়ে সাব ইনস্পেকটর (এসআই) পদবি ধারী মোঃ আমিনুল ইসলাম এর নাম।
উর্ধতন কর্মকর্তাদের খুশি, বাহবা, প্রমোশন এবং অঢেল সম্পদের মালিক হওয়ায় ছিলো এই আমিনুল ইসলাম এর ধ্যান- জ্ঞান সারাক্ষণ।
মনের আশা সফল হয়েছে এসআই মোঃ আমিনুল ইসলাম এর। পেয়েছেন পুলিশ পদক, প্রমোশন এবং কোটিপতি।
কিন্তু, হঠাৎ করেই যেনো সবকিছু উলোটপালোট হয়ে যায়, ৫-ই আগষ্টে সাবেক স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার মাধ্যমে।
গুম-খুনের অভিযোগে মামলার এজাহার নামীয় আসামী না করার জন্য গুম-খুনের ভুক্তভোগী এক পরিবার-কে প্রস্তাব পাঠিয়েছিলেন ১-কোটি টাকার।
কিন্তু, ভুক্তভোগী সেই পরিবার, এসআই মোঃ আমিনুল ইসলাম এর সেই প্রস্তাব নাকচ (না) করে, কোর্ট এর মাধ্যমে থানায় মামলা করেছেন, এবং সেই এসআই মোঃ আমিনুল ইসলাম কে করেছেন এজাহার নামীয় আসামী।
এসআই মোঃ আমিনুল ইসলাম প্রমোশন পেয়ে হয়েছেন ইনস্পেকটর (অফিসার ইনচার্জ, ওসি) হিসেবে এখোনো বহাল তবিয়তে দাপটের সাথে মানিকগঞ্জ জেলায় দায়িত্ব পালন করছেন। আছেন ফুরফুরে মেজাজে।
এইসব অভিযোগ এর বিষয় নিয়ে একাধিক মেসেজ এবং কল করলেও, ইনস্পেকটর (বর্তমানে) পদবীর এই কর্মকর্তার সাড়া মেলেনি।
escort bayan manavgat Aydın Bulvar Escort Kendi Evinde İçki İçerek Seks Yapan Kızlar Escort bayan benim size yaklaşımım adeta içinizi eritecek kadar hoş. Kendinizi benim yanımda … https://delizieromane.com/