কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেফতার
ডেস্ক রিপোর্ট ঃ
কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী নামে খ্যাত কামিনী বেগমকে (৪৩) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার সকালে সদর উপজেলার চৌড়হাস ফুলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার আজাদ সরদারের স্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টার দিকে কামিনীকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
এরআগে গত বুধবার (১ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিদর্শক রাসেল কবির বাদী হয়ে মডেল থানায় একটি মামলা করেন। সেই মামলার প্রধান আসামী হয়ে তিনি পলাতক ছিলেন। মামলার এজাহারসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় ক্যাপ্টেন লামইয়ানুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্পের একটি দল চৌড়হাস ফুলতলা এলাকায় অবস্থিত কামিনীর মাদক বিক্রয়ের স্থান তার ডিমের দোকানঘরে অভিযান চালায়। সেনাবাহিনীর সাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারি উপ পরিদর্শক সোহরাব হোসেনের টিম উপস্থিত ছিলেন।
এ সময় সেভেন স্টার ডিম ভান্ডার নামের ওই দোকানঘর তল্লাশী করে এক কেজি গাঁজা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করে সেনাবাহিনীর আভিযানিক দল। এরআগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কামিনী ও তার সহযোগি মোস্তফা সরদার পালিয়ে যায়।
এ ঘটনার পর উপ-পরিদর্শক রাসেল কবির কামিনী বেগম ও মোস্তফা সরদারকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন,সেনাবাহিনীর অভিযানের পর থেকে কামিনী পলাতক ছিলেন।
তার বিরুদ্ধে মামলাও হয়েছে। নিজ এলাকা থেকে তাকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে হস্তান্তর করার পর কামিনীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Химчистка диванов в столице! Вернём вашему дивану былую красоту! Удалим пятен и запахов. С мастерством и бережно! Записывайтесь прямо сейчас! Заходите https://himchistka-divanov-msk24.ru
Клининг в СПб! Уборка квартир, блеск в офисах, свежесть в коттеджах. Профессионально, в срок, на совесть! Свободное время – ваш подарок! Перемещайтесь к https://uborka-spb24top.ru/