নোয়াখালীর ভাষান চর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর নারী-শিশুসহ ৩৫ জনকে পতেঙ্গা সী-বিচ এলাকা হতে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় রোহিঙ্গা জনগোষ্ঠী অবৈধভাবে চট্টগ্রামে অনুপ্রবেশের জন্য চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন খেজুর তলা বেড়ীবাঁধ (সাগরপাড়) এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৩ মে ২০২৫ ইং তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন সী-বিচ সংলগ্ন খেজুরতলা বেড়ী বাঁধ (সাগরপাড়) এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধভাবে অনুপ্রবেশ রত ৩৫ জন রোহিঙ্গা নাগরিকদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত রোহিঙ্গা নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা অবৈধভাবে চট্টগ্রাম মহানগরী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে নোলাখালী জেলার ভাষানচর এলাকায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প হতে কৌশলে পালিয়ে আসে এবং পতেঙ্গা সী-বিচ এলাকায় অবস্থান করে বলে জানায়।
আটককৃত রোহিঙ্গা নাগরিকদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।