নাগরপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নিজের অনুভূতি ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নাগরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান লিখেছেন, “ভেতরে ভেতরে আমরা সবাই শ্রমিক।”
বুধবার (১ মে) সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন,
“চাকরিজীবী, উদ্যোক্তা, কৃষক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গৃহিণী—সবাই-ই পরিশ্রম করে যাচ্ছেন। কাজের ধরন আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই শ্রমিক।“শ্রমের মর্যাদা রক্ষাই হোক আজকের দিনের অঙ্গীকার।”
নাগরপুর ইউএনওর এই স্ট্যাটাসটি সাধারণ মানুষ ও ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে তার মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রমিক দিবসকে কেন্দ্র করে সরকারি-বেসরকারি নানা কর্মসূচির পাশাপাশি ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমে শ্রমিকদের সম্মান জানিয়ে এমন বক্তব্য দৃষ্টান্ত হয়ে উঠছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।