“র্যাব-১১, সিপিএসসি নরসিংদী এর অভিযানে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।”
১। বাংলদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৮২ জন, আরসা সদস্য-১৫ জন, হত্যা মামলায় ১০৬ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৪৭ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৩ জন গ্রেফতারসহ ৮৫ টি অস্ত্র, ১২৮৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৭১ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৪২ জন অপহরণকারী গ্রেফতারসহ ৩৫ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৫ জন, জেল পলাতক ৩৬ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৬৯ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের আভিযানিক দল অদ্য ০২ মে ২০২৫ তারিখ নরসিংদী জেলার মাধবদী থানাধীন খরনমদি মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ আসামীদের ব্যবহৃত মোবাইল- ০২ টি ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার ও ০২ জন আসামী ১। মো: হৃদয় (২৩), পিতা- মো: সোহরাব হোসেন, মাতাঃ ঝর্না বেগম, সাং- কাউরিয়া পাড়া ২। মো: রবিন খান (৩৫), পিতা-মৃত ফিরোজ খান, মাতাঃ মরিয়ম বেগম, সাং-ব্রাহ্মনপাড়া, উভয়ের থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাইভেটকার তল্লাশীসুত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় জব্দকৃত প্রাইভেট কারের ব্যাক ডালার ভিতরে ফলমূলের সহিত অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহন করে নিয়ে আসছিল। উপস্থিত সাক্ষী ও র্যাব সদস্যদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তাহারা পেশাদার মাদক ব্যবসায়ী। তাহারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাধবদী থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

