নাগরপুর (টাঙ্গাইল), প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের নাগরপুরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং পত্রিকাটির সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল ২০২৫) বেলা ১১টায় নাগরপুর উপজেলা মোড়ে এ কর্মসূচির আয়োজন করে আমার দেশ পাঠক মেলা, নাগরপুর উপজেলা শাখা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতা ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করেছেন, যা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন আমার দেশ এর নাগরপুর প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমান। এতে বক্তব্য রাখেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ খিজির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল আমিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের দোসর ‘৭১ টেলিভিশনের’ মালিক কর্তৃক সম্পাদক ড. মাহমুদুর রহমান ও পত্রিকাটির অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সেইসঙ্গে ওই টেলিভিশনের সম্প্রচার বন্ধেরও দাবি জানানো হয়।”তারা আরও বলেন, “সততার সাথে সাংবাদিকতা করতে গিয়ে মাহমুদুর রহমানকে একাধিকবার কারাবরণ, শারীরিক নির্যাতন ও দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। আজও নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ‘হাসিনার দোসর’ মোস্তফা কামালসহ একটি মহল। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ‘আমার দেশ’-এর সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”
মানববন্ধনে বক্তারা আরও বলেন, “মাহমুদুর রহমান দেশের গণমাধ্যম জগতে সাহসী ভূমিকা পালন করে আসছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।” তারা এই মামলা প্রত্যাহার এবং দায়ীদের বিচার দাবি করেন।উক্ত মানববন্ধনে নাগরপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।