নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি ঃ
নাগরপুর উপজেলার আলোকদিয়া গ্রামের নয়াই নদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান ও সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নয়াই নদীর একটি অংশ থেকে স্কেভেটর ও ট্রাক ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী দুই ব্যক্তিকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত তিনটি স্কেভেটর ও চাঁরটি ট্রাকের মোট ১০ টি ব্যাটারী জব্দ করা হয়। স্থানীয় জনগণের অভিযোগ, এভাবে নদী থেকে নিয়মিত মাটি কেটে নেওয়ার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং নদী ভাঙনের ঝুঁকিও বাড়ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, নদী দখল ও মাটি কাটা বন্ধ হলে কৃষি জমি, সেচ ব্যবস্থা এবং পরিবেশ রক্ষা পাবে। প্রশাসনের এ ধরনের পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেন।