নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি ঃ
নাগরপুর উপজেলার মেসার্স তিরছা ব্রিকসের কাছে জমাকৃত অর্থ ফেরতের দাবিতে এবং প্রতারণার অভিযোগে জড়িত ভাটা মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ২৮শে(এপ্রিল)সোমবার বিকেল তিন ঘটিকায় নাগরপুর উপজেলার তিরছা ইট ভাটার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী গ্রাহক, স্থানীয় জনতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “তিরছা ব্রিকসের মালিকরা অগ্রিম টাকা নিয়ে সময়মতো ইট সরবরাহ করেনি। আমাদের প্রতিশ্রুত পণ্য না দিয়ে বারবার কালক্ষেপণ করেছে। এখন অর্থ ফেরতের জন্য ধর্ণা দিয়েও কোনো সুরাহা হচ্ছে না।”
বক্তারা আরও অভিযোগ করেন, এটি পরিকল্পিত প্রতারণা। গ্রাহকদের কাছ থেকে প্রাই আড়াই কোটি টাকা আত্মসাৎ করে তারা ভাটা বন্ধ করে দিয়েছে। ফলে ভুক্তভোগী গ্রাহক চরম ক্ষতির সম্মুখীন হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা তিরছা ব্রিকসের মালিকপক্ষের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়।
Thanks for breaking this down so clearly.