নিজস্ব প্রতিবেদক
ঈদগাঁ, কক্সবাজার ঃ
ঈদগাঁওতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী এখন হাসপাতালের আইসিইউতে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্বজনরা। আহত ব্যবসায়ী মোর্শেদুল হক মুসি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইদ্রিসপুরের মৃত ছাবের আহমদের পুত্র।
পূর্ব শত্রুতার জের ধরে গতকাল দুপুরে ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়াস্থ গফুর মৌলভীর দোকানের সামনে তার উপর হামলা করে সশস্ত্র দূর্বৃত্তরা। সন্ত্রাসীরা তাকে কোপাতে থাকে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে প্রেরণ করেন।
অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উক্ত হাসপাতালের জরুরি বিভাগ থেকে স্বজনদের জানানো হয় যে, সে মুহূর্তে অপারেশন করার মত তাদের কোন ডাক্তার ছিল না। তাই তারা বাধ্য হয়ে তাকে পার্শ্ববর্তী ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত আছেন।
এ ঘটনায় আহতের বড় ভাই রিদুয়ানুল হক বাদী হয়ে ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার পাঁচ জনকে বিবাদী করে থানায় একটি এজাহার দাখিল করেছেন।