খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা।
মোঃ সুমন আলী
স্টাফ রিপোর্টার ঃ
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর গ্রামে
১৯৪২ সালে প্রতিষ্ঠিত খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়টি অদ্যাবধি সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটিতে ২০২৫ রোজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন অভিভাবকরা।এ বিষয়ে অভিভাবকদের সাথে কথা বললে অভিভাবকরা বলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক “মোঃআব্দুল রশিদ”এবার হল সুপার এর দায়িত্ব পাওয়ায় এই কেন্দ্রে পরীক্ষার পরিবেশ আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে। কোন হইচই নেই নকলের কোন ব্যবস্থা নেই ভিতরে পরিবেশে অনেক সুন্দর ছাত্র-ছাত্রীরা আনন্দের সাথে পরীক্ষা দিতে পারছে।
এই কেন্দ্রে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা আছেন ৪২৮ জন।অভিভাবকরা বলেন, এখন পর্যন্ত যা দেখছি তাতে শান্ত পরিবেশ। তবে সরকারের কাছে অনুরোধ থাকবে প্রশ্ন ফাঁসের বিষয়গুলোর প্রতি সরকার যেন কঠোর দৃষ্টি দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বিভিন্ন নিউজে, ফেসবুক এবং ইউটিউবে দেখতে পাই পরীক্ষার খাতাগুলো শিক্ষকরা ঝিমিয়ে ঝিমিয়ে গাড়ির মধ্যে দেখে। অনেক সময় পিয়নরা দেখে।
এমনটা হলে খুবই মুশকিল। বাচ্চারা এতো কষ্ট করে পরীক্ষা দিচ্ছে। আমাদের ইচ্ছা সরকার যেন এসব বিষয়ে সচেতনভাবে দৃষ্টি দেয়।এই কেন্দ্রে সকাল ১০টায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত।এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামী ১৩ মে শেষ হবে পরীক্ষা।
আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।এদিকে সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
Чистота в культурной столице! Перестаньте паниковать, передайте заботы в руки специалистов! Закажите прямо сейчас Тапайте https://service-cleanspb.ru – СПб клининг