ডেস্ক রিপোর্ট ঃ
সম্প্রতি কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স না থাকাই পালিয়ে যাচ্ছে অপরাধ জগতের বড় বড় মাফিয়া, গডফাদারসহ নামকরা ছোট বড় সন্ত্রাসীরা।
অনুসন্ধান করে সারাদেশে খোঁজখবর নিয়ে জানাযায়, গত ৫ই আগষ্টে আওয়ামীলীগ সরকার পতনের পর পুলিশ ভেরিফিকেশন বাতিল করার পর থেকে দেশের অপরাধ জগতের সকল ভয়ংকার মাফিয়া,গডফাদারসহ ছোট বড় সন্ত্রাসীরা।
সবাই দেশের বাহিরে আত্নগোপনে চলে যাচ্ছে। যাদের নামে হত্যা, মাদক, নারী পাচারসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার জন্য বাংলাদেশের সকল থানা গুলোতে মামলা রয়েছে এবং অনেক মামলা কোর্টে চলমান রয়েছে।
যা বিচারিক আদালতে বিচারের কার্যক্রম অব্যহৃত আছে। যে কোন সময় ওই সকল অপরাধীদের মামলার রায় প্রকাশ হইলে সাজা নিশ্চিত হতে পারে।