মোঃ বিল্লাল হোসেন
শেরপুর থেকে ঃ
শেরপুরের ঝিনাইগাতীতে কুপে পরে নিহত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২ পরিবারের সদস্যদের সহায়তার হাত বাড়িয়েছেন বিএনপি নেতা এডভোকেট এরশাদ আলম জর্জ। শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে তিনি ও দলীয় নেতা কর্মিদের নিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামে নিহত ২ পরিবারের সদস্যদের বাড়িতে যান এবং খোঁজখবর নেন। এসময় তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি নেতা এডভোকেট এরশাদ আলম জর্জ ওই দুই পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা দেন।
জানা গেছে রবিবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামে কূপ খনন করতে গিয়ে কূপে পরে নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৩৮) ও শালচুড়া গ্রামের মৃত নিল মোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ নিহত হন । ফলে ওই ২পরিবারের সদস্যরা বিপর্যস্ত হয়ে পরে। খবর পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক , শেরপুর ৩ (ঝিনাইগাতী শ্রীবরদী) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশাী এরশাদ আলম জর্জ নিহত পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে আসেন।
এসময় তার সাথে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এর আগে এরশাদ আলম জর্জ নেতাকর্মীদের সাথে নিয়ে নয়া রাংটিয়া পাতারমোড় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। পরে সীমান্ত এলাকার আদিবাসীসহ বিভিন্ন জাতি গোত্রের হতদরিদ্র মানুষের খোঁজখবর নেন। গোমড়া গ্রামের গৃহহীন বিধবা নারীর ঘর নির্মাণ সামগ্রী ক্রয় করার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এরশাদ আলম জর্জ। এসময় তিনি বলেন আমি তারেক রহমানের নির্দেশে গরিব দুঃখী মানুষের খোঁজখবর নিচ্ছি।
তিনি বলেন আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ (শ্রীবরদী ঝিনাইগাতী) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল যদি মনোনয়ন দেন আমি নির্বাচন করব। না দিলে নির্বাচন করব না। দল জাকেই মনোনয়ন দেক। আমি তারই নির্বাচন করব। এরশাদ আলম জর্জ শ্রীবরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমের ছোট ভাই। উল্লেখ্য, অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ দীর্ঘদিন ধরে এলাকার গরিব দুঃখী মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন।
বার্তাপ্রেরকঃ- মোঃ বিল্লাল হোসেন, ঝিনাইগাতী, শেরপুর।
মোবাঃ-০১৮৩১৬১৮২৮৮
তাং- ২৫/৪/২৫ ইং
Чистота в культурной столице! Забудьте о хлопотах, положите свои тревоги на плечи экспертов! Не откладывайте на потом Двигайтесь к https://uslugi-cleaninga.ru/