ডেস্ক রিপোর্ট ঃ
ঝিনাইদহের, শৈলকুপায় গভীর রাতে মা ও মেয়ে কে, ডাকাত দলের কাছে গণধর্ষণের শিকার হয়েছে স্বর্ণালংকার ও কাছে থাকা নগদ টাকা লুট করে নিয়েছে ডাকাতদল।
ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে উপজেলার ১-নং ত্রিবেনী ইউনিয়নের দুলালপুর বিলের মধ্যে । তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা বা লিখিত অভিযোগ পায়নি পুলিশ।
জানা যায়, গত সোমবার মা ও মেয়ে ঢাকা থেকে নিজ বাড়ী হরিনাকুন্ডু থানার, পদ্মানগর গ্রামের উদ্দেশ্যে বাসযোগে রওনা দেয়। বাসটি গভীর রাতে শৈলকুপার শেখপাড়া বাজার এসে পৌছালে সেখানে তারা নেমে পড়েন।
এরপর ভ্যানে করে তারা ঐ রাতেই হরিনাকুন্ডুর পদ্মানগর গ্রামের উদ্দেশ্য রওনা দেয়। শেখপাড়া – রামচন্দ্রপুর সড়কের মাঝামাঝি এলাকা ত্রিবেনী সড়কের দুলালপুর বিলের কাছে পৌছলে পথিমধ্যে ডাকাতদল তাদের কে ধরে জোরপূর্বক মাঠের মধ্যে নিয়ে যায়। এসময় মা ও মেয়েকে কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে, তাদের কে ছেড়ে দেয়।
প্রাণ ভয়ে কাউকে কিছু না বলে ধর্ষিতা মা ও মেয়ে সেই রাতেই বাড়িতে ফিরে যায়। পরদিন সকালে এ ঘটনা এলাকায় জানাজানি হয়ে যায়।
এ ঘটনা ত্রিবেনী শেখপাড়া ও রামচন্দ্রপুর এলাকায় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে স্থানীয় রামচন্দ্রপুর ক্যাম্পের ইনচার্জ আমিরুল ইসলাম বলেন ঘটনাটি এখনো আমি শুনি নাই। আপনার স্ট্যাটাস দেখে জানতে পারলাম, তবে আমার ক্যাম্পের অফিসার এ এস আই আকরামুজ্জামান বিষয়টি জানতে পারে, তার সাথে কথা বলার পরে তিনি বলেন ডাকাতের ঘটনার সত্যতা আমরা পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত এ ঘটনায় কোন মামলা বা লিখিত অভিযোগ আমরা পায়নি।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?