সিপন রানা
টাঙ্গাইল, (নাগরপুর)প্রতিনিধিঃ ঃ
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চকগোদাদর এলাকার এক পরিশ্রমী মানুষ মোঃ বাহাদুর মোল্লা। বয়স ৫৯ বছর, জীবনের দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন রস বিক্রির পেশায়। তার জীবিকার একমাত্র অবলম্বন এই রস বিক্রি। ১২ মাস তিনি বিক্রি করেন খেজুরের রস, আখের রস ও তালের রস। মৌসুমি ফল ও ফসলের উপর নির্ভর করেই বদলে যায় তার পণ্যের ধরণ, কিন্তু থেমে থাকে না তার পরিশ্রম।
বাহাদুর মোল্লার পরিবারে রয়েছে চার মেয়ে ও এক ছেলে। রস বিক্রির আয় দিয়েই তিনি মেয়েদের বিয়ে দিয়েছেন, চালিয়েছেন সংসারের যাবতীয় খরচ। এই পেশায় তিনি আছেন প্রায় ২৫ বছর ধরে। আগে তিনি কৃষি কাজ করতেন, কিন্তু বয়স বাড়ার কারণে এখন আর মাঠে কাজ করতে পারেন না। তাই রস বিক্রিই এখন তার একমাত্র ভরসা।
গ্রীষ্মকালে যখন সূর্য যেন তপ্ত আগুন হয়ে ঝরে পড়ে, তখন পথচারী থেকে শুরু করে দূরদূরান্তের মানুষও এসে ভিড় করে বাহাদুরের রসের দোকানে। তার হাতে তৈরি ঠাণ্ডা, সতেজ ও প্রাকৃতিক রস মানুষের গরমের তৃষ্ণা মেটায়, আর তার পরিবারকে বাঁচিয়ে রাখে।
এই নিরহংকারী, পরিশ্রমী মানুষটির জীবনযুদ্ধ আমাদের স্মরণ করিয়ে দেয়, ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে জীবিকার পথে কোনো কাজই ছোট নয়। বাহাদুর মোল্লার মতো মানুষরাই আমাদের সমাজের নীরব নায়ক।
I love how you explained this so clearly. Subscribed for more!
uk5crh