মো: ওবাইদুল হক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জস্থ ‘৫৩ বিজিবির’ অভিযানে চোরাচালানকৃত ৪৫টি মোবাইলসহ এক ব্যবসায়ী আটক হয়েছে।
জেলার মনাকষা সীমান্ত এলাকায় এই অভিযান চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অধিনায়ক।
আটককৃত চোরাচালানকারী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার কোট বাজার দেওয়ান জাইগীর মহল্লার ফেত্তার হাজীর ছেলে মোঃ হানজালা (২৫)।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারুল হক বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২১ এপ্রিল) সকাল ৬টার দিকে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া
গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় এক ব্যক্তিকে ১টি ব্যাগ নিয়ে আসতে দেখতে পায়। টহলদল তার গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল ধাওয়া করে মোঃ হনিজালা কে ৪৫টি ভারতীয় মোবাইলসহ আটক করে।
আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জব্দকৃত মোবাইলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Interesting perspective! It gave me a new way of thinking about this topic.
Thanks for the valuable information. It was easy to understand and super useful.