এম আবু হেনা সাগর, ঈদগাঁও
পাহাড়ি জনপদে অবস্থিত ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সৃজন স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত স্কলারশিপ পরীক্ষা সম্পন্ন হয়। গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এ পরীক্ষা চলে।
উক্ত স্কলারশিপে অংশ নেন ঈদগড় আমির মোহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়,ঈদগড় বদর মোকাম, জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসা,জামালিয়া আদর্শ বালিকা মাদ্রাসা,কাগজিখোলা আদর্শ দাখিল মাদ্রাসার ৭ম থেকে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। প্রথম ধাপের পরীক্ষায় এ ক্যাটাগরি হিসেবে ৯ম ও ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ছিল, বি ক্যাটাগরি হিসেবে ৭ম ও ৮ম শ্রেণীর ছাত্রছাত্রী।
রামু মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসাইন। পর্যবেক্ষক ছিলেন সৃজনের উপদেষ্টা ঈদগড় আমির মোহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান,ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আকতার আহমদ, বদরমোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার আমির আব্দুল আজিজ, ঈদগড় আমির মোহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাইল আহমেদ।
উক্ত শিক্ষাবৃত্তি পরীক্ষার নিরীক্ষক ছিলেন সৃজনের এডমিন মিজানুর রহমান (এম.এ), সচিব প্রশাসনিক দায়িত্ব পালন করেন এডমিন জাহেদুল ইসলাম। হল সুপারের দায়িত্ব পালন করেন সৃজনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নজিবুল হক (বিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বরত আছেন সৃজনের এডমিন মো: হামিদুল ইসলাম (এম.এ)।
সৃজন স্কলারশিপ-২০২৫ এর ২য় ধাপের পরীক্ষা আগামী পহেলা মে হওয়ার কথা রয়েছে। ২য় ধাপের পরীক্ষায় অংশ গ্রহণ করবেন সি ক্যাটাগরি হিসেবে ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসা, চরপাড়া তা’লিমুল কোরআন মাদ্রাসা ও কোনারপাড়া সা’দ বিন আবি ওয়াক্কাস তাহফিজুল কোরআন মাদ্রাসা।
সৃজনের এডমিন মো: হামিদুল ইসলাম জানান, অতি শীঘ্রই ফলাফল প্রকাশ করে অংশ গ্রহণকারীদের মধ্যে ১০% সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের আর্থিক, শিক্ষা সামগ্রী ,ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে। তাছাড়া সকল অংশগ্রহণকারিদের জন্য পুরষ্কারের ব্যবস্থা থাকবে। সৃজনের এমন আয়োজনে এলাকার গণ্যমান্য ও শিক্ষিত সমাজ,ইউনিয়নের জনপ্রতিনিধি সহ সকল শ্রেণীর মানুষ এবং অবিভাবকরা প্রশংসায় ভূষিত করেন সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনকে।
ছাত্র ছাত্রীদের মেধা বিকাশে স্কলারশিপের মত মহৎ উদ্যোগকে স্বাগত জানান নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।
Great post! I really enjoyed reading this and learned a lot. Thanks for sharing!
Good https://is.gd/tpjNyL
Very well written. Looking forward to more posts like this!