মহিউদ্দীন
নামাজে দাঁড়াও, তসবিহ গুনো,
জাকাতের খাতায় নামও তু’ লিখো,
কিন্তু যদি ন্যায় নাহি চাও,
তবে কিসের দ্বীন, কিসের পাখা মেখো?
ইনসাফ যখন কাঁদে রোজ,
বিচারহীন মুখে যে ঢেউ,
তখন কি আর মসজিদ খোলে?
তখনই তো শয়তান হাসে চেঁউ!
জুলুম দেখে চুপ যে থাকে,
ভয় পেয়ে মুখ বন্ধ রাখে—
সে কি সত্যি মুসলমান?
নাকি শুধুই নামের ঢাক?
তুমি বলো, নবী কিভাবে
চালিয়েছেন দুনিয়ার পথ?
সত্য, ন্যায় আর ইনসাফ ছিল
তাঁর হৃদয়ের মজবুত হাত।
সাহস ছাড়া দ্বীন চলেনা,
তাওহীদের মাঝে ভয় পায় না,
যে মুসলিম, সে ন্যায়ের ঢাল,
অন্যায় দেখে থেমে না।
তাই যদি আজ ন্যায়ের পাশে
দাঁড়াতে না পারো তুমি,
তবে মিথ্যা মুসলমানীর
দাবি দিয়ে কী হবে বলো, হে ভূমি?