মোঃ নাঈম হোসেন পলোয়ানঃ
দ্রুত গতিতে চলাচল উচ্চ শব্দ ও ওভারলোডের কারণে বিপদগ্রস্ত হচ্ছে জনসাধারণের রাস্তায় চলাচল।
অবৈধ দানব ট্রাক আঞ্চলিক মহাসড়কে তেমন দেখা না পেলেও গ্রামীণ রাস্তাগুলোতে বেশিরভাগ দেখতে পাওয়া যায়। আঞ্চলিক মহাসড়কে প্রশাসনের দৃষ্টি পড়বে বলেই বিভিন্ন গ্রামীণ রাস্তা খুঁজে দানব ট্রাক চলাচল করছেন। এতে গ্রামীন রাস্তা গুলোতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হলেও প্রশাসন অবৈধ দানব ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ বলছে জনগণ।
তবে কি দূর্ঘটনা ঘটলে টনক নড়বে প্রশাসনের। কে নিবে তখন সে দায় এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছে সাধারণ জনগণ।