
লেখক: মহিউদ্দীন ঃ
গাজা শুধু নয় এক খণ্ড মাটি,
মুসলিম উম্মাহর হৃদয়ের গাঁটি।
ঈমানের পরীক্ষা, সত্যের নিশান,
কুরআন-হাদীসের ভবিষ্যদ্বাণীর প্রমাণ।
যত দিন রবে এই ধরণীর ধূলি,
তত দিন রবে গাজা, ফিলিস্তিন তুলি।
আল্লাহর ইশারা, নবীর বাণী শোনো,
আল-আকসা হবে পৃথিবীর সিংহাসন।
ফিলিস্তিন হবে ঈমানদারের ঘর,
কেয়ামত অবধি রবে অজর অমর।
রাসূল (সা.) বলেছেন স্পষ্ট ভাষায়,
বাইতুল মাকদিস কেন্দ্র হবে বিশ্বময়।
শামের বরকতে ফেরেশতা দেয় ডানা,
ঈমানদারের ঘাঁটি সে তো সকলের জানা।
ফিলিস্তিন সেই শাম, পবিত্র ভূমি,
গাজা তার দ্বারপ্রান্তে, নাহি মানে কভু নুমি।
প্রতিশ্রুত সেই দল গাজায় বিদ্যমান,
সত্যের সংগ্রামে আজও দৃঢ়প্রাণ।
বারুদের গন্ধ, আগুনের শিখা মাঝে,
শুধু আল্লাহর সন্তুষ্টি খোঁজে তারা কাজে।
রাসূল (সা.)-এর বাণীর সত্যতা দেখো,
অবিচল দল, ক্ষতি নাহি লেখো।
আল্লাহর আদেশ না আসা পর্যন্ত রবে,
জিজ্ঞাসিলে সাহাবী, নবী (সা.) তবে ক’বে –
“বাইতুল মাকদিস আর তার আশেপাশে,”
আজকের গাজা সেই সত্যই তো মেশে।
ইনশাআল্লাহ, তারা সেই প্রতিশ্রুত দল,
যাদের প্রশংসায় নবী (সা.) অতল।
হয়তো আঁধার শেষে ভোরের আলোয়,
শুনবো আমরা সেই মুক্তির জয়।
“প্যালেস্টাইন স্বাধীন” ধ্বনিবে আকাশে,
আল্লাহর ওয়াদা কভু মিথ্যা না আসে।
শহীদের রক্তে লেখা বিজয়ের গান,
গাজা জিন্দা রবে, জুড়াবে পরাণ।
ফিলিস্তিন মুক্ত হবে আবার নিশ্চয়,
আল-আকসা মুখরিত হবে তাকবীরময়।
ইনশাআল্লাহ্! ইনশাআল্লাহ্! ইনশাআল্লাহ্!