
মো: ওবাইদুল হক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ঈদ পুনমিলনী ও শুভেচ্ছা বিনিময় এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকালে জেলা শহরের শহীদ সাটু হলে যেন বিএনপি নেতাদের মিলন মেলায় পরিণত হয়। ওইদিন জেলা বিএনপির সকল নেতারা এক মঞ্চে বসে বক্তব্য রাখেন এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোহা: হায়াত উদ্দৌলা”র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক) প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, সদর থানা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলু, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান ও সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, আরও উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গনি হামিদ চৌধুরী সহ ওয়ার্ড ইউনিয়ন এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক) অন্তর্বর্তীকালীন সরকার কে উদ্দেশ্য করে বলেন, দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে, আগামী দিনে বিএনপি সরকার গঠন করিলে পিছিয়ে পড়া চাঁপাইনবাবগঞ্জের উন্নায়ন করা হবে এ ছাড়াও তিনি বলেন বিগত সময়ে আওয়ামীলীগ রাতের নির্বাচন, ডামি নির্বাচনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছিল।
বিএনপি একটি সুসংগঠিত দল। খুন, গুম, মামলা মাধ্যমেও দলের নেতা কর্মীদের মনোবল ভাঙ্গতে পারেনি তারা। সকল ভেদাভেদ ভুলে বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে তিনি বলেন বাংলাদেশে এ যাবতকালে যত নির্বাচন হয়েছে সবচেয়ে কঠিন নির্বাচন হবে আগামীর নির্বাচন।
তাই নেতা কর্মীদের ইউএনও অফিস, শিক্ষা অফিস, হাট বাজার ইজারা, টেন্ডার ইত্যাদির পেছনে সময় না দিয়ে ঠান্ডা মাথায় জনগনের কাছে গিয়ে জনগনের সেবক হয়ে কাজ করার আহবান জানান তিনি। সভার শেষে ফিলিস্তিনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং সকল আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।