
ডেস্ক রিপোর্ট ঃ
মোঃ ইউসুফ আলী (শাহীন) সাব-ইনস্পেকটর (এসআই) ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) থানার সর্ব সাধারণ নাগরিক কে, শুরতে সবাই কে সালম জানিয়েছেন,আসসালামু আলাইকুম। সেই সাথে, সবার নিকটে দোয়া চেয়েছেন।
দীর্ঘ দিন প্রায় ৩ বছর ৪ মাস #ইবি থানা এবং ইবি থানাধীন # হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্প এর ইনচার্জ হিসেবে কর্মরত থাকাকালীন ট্রেনিং জনিত প্রস্থান/ বিদায়।
#বিনীত সম্মান জানাচ্ছি অফিসার ইনচার্জ, ইবি থানা জনাব,মেহেদী হাসান স্যারকে এবং #হরিনারায়নপুর পুলিশ ক্যাম্পের আমার প্রিয় সকল সহকর্মীর প্রতি সুন্দর ও সম্মান জনক ভাবে বিদায় দেওয়ার জন্য। এ বিদায় আামর জন্য গর্বের।
#আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ইবি থানার সকল সম্মানিত নাগরিকদের যারা আমার কাজে সহযোগিতা করেছেন।
আরও কৃতজ্ঞতা জানাচ্ছি সকল সাংবাদিক বন্ধুদের যারা আামার পাশে থেকে সাহায্য করেছেন।
সকলের নিকট দোয়া চাই যেন ৬ মাস পর আবার আপানদের মাঝে ফিরে আসতে পারি।
❤️সকলের জন্য শুভ কামনা।❤️