ববি প্রতিনিধি:
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করেছেন। মানবতাবিরোধী এই হামলার বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে তাঁরা গাজার নির্যাতিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষার্থীরা ফিলিস্তিনে ইসরায়েলি সরকারের দ্বারা সংগঠিত গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং বিশ্বজনমতকে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, “ইহুদি রাষ্ট্র ইসরাইল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের উপরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। আমরা মুসলিমরা একতাবদ্ধ না হলে এর সমুচিত জবাব দিতে পারব না। ইসরায়েল এবং আমেরিকার পণ্য বয়কট করুন, অর্থনৈতিকভাবে তাদের পঙ্গু করে দিন।
অর্থনৈতিকভাবে পঙ্গু হলে তারা যুদ্ধ চালাতে পারবে না। অর্থনীতি ধ্বংসের পরে আমাদের যুদ্ধ করতে হবে। মুসলিমরা, তোমরা ভীত হইয়ো না—তোমাদের ঈমানি শক্তি নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, ফিলিস্তিনকে মুক্ত করো। ইনশাল্লাহ, মসজিদুল আকসা আমাদের বিজয় হবেই হবে।”
শিক্ষার্থীরা আরও বলেন, “গাজায় যা ঘটছে তা কোনো দ্বন্দ্ব নয়, এটি রাষ্ট্র-প্রযোজিত গণহত্যা।” তারা আন্তর্জাতিক সংগঠন ও বিশ্ব নেতাদের নীরবতারও কড়া সমালোচনা করে বলেন, “এই রক্তপাতের দায় শুধু ইসরায়েলের নয়, নীরব থাকার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ও এতে জড়িত।”
সোমবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে শুরু হয়ে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘গণহত্যার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিনের শিশুরা, আমাদের সন্তান’ সহ একাধিক প্রতিবাদী স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, তারা “The World Stops for Gaza” শীর্ষক একটি বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে আজ ৭ এপ্রিল রোজ সোমবার সকল একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। ওই দিন বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস, পরীক্ষা বা আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেবেন না তারা। এটি একটি প্রতিরোধের দিন হিসেবে পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।
বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন সচেতন মানুষেরা গাজার পক্ষে কণ্ঠ তুলছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছেন, “নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন হবে মুক্ত।”
তপু
০১৬০৩৩৬৪৫৯৮
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত