
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
গাজায় বর্বর ইসরাইলী হত্যাযজ্ঞের প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে।
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমান দেরকে হত্যাযজ্ঞের প্রতিবাদে (৭ এপ্রিল) সোম বার বাদে আসর হতে ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদস্থ শাপলা চত্ত্বর পয়েন্টে থেকে স্বরণকালের এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ধরনের ফেস্টুন হাতে সর্বসাধারণ মানুষ অংশগ্রহন করেন বিশাল মিছিলে। এটি বাজার হয়ে স্টেশনসহ মহাসড়কের আলমাছিয়া মাদ্রাসা গেইট প্রদক্ষিণ শেষে মাইক্রো অফিসের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ,উপজেলার ছাত্র জনতা,গণ অধিকার পরিষদ, ঈদগাঁও উপজেলা শাখা,ঈদগাঁও ৪নং ওয়ার্ডসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এই বিক্ষোভ মিছিলে জমায়েত হন। বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা এ মিছিলে যোগ দেন। পতাকা হাতে নিয়ে মিছিলে আসে পিতার কাঁধে করে ছোট শিশু।
এ প্রতিবাদ মিছিলে ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের গ্রামীন জনপদের নানা শ্রেনীপেশার মানুষসহ দলমত নিবিশেষে অংশগ্রহণ করেন।
এদিকে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের পক্ষ থেকে মিছিলের প্রতি একাত্মতা প্রকাশ করা হয়।
কম্পিউটার ব্যবসায়ী জাহেদুল ইসলামের কাছ থেকে জানতে চাইলে তিনি এক প্রতিক্রিয়ায় জানান, ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান জানান। একিই সাথে ইসরাইলি সকল ব্যবসা এবং পন্য সামগ্রী বয়কট করার অনুরোধ জানান।