নিজস্ব প্রতিবেদক ঃ
কক্সবাজারের ঈদগাঁওতে সৎ ভাইয়ের বিরুদ্ধে বাড়ী নির্মাণে বাঁধা,চাঁদা দাবী,হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত জয়নাল ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ার মৃত জালাল আহামদের ছেলে। এমন ঘটনায় ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ বরাবরে ৪ এপ্রিল নাছির উদ্দীন বাদী হয়ে জয়নাল আবেদীনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
অভিযোগ সুত্র মতে, ভুক্তভোগী নাছির উদ্দিন অভিযুক্ত আওয়ামীলীগ নেতা জয়নালের সৎ ভাই। তাদের পিতা বেঁচে থাকা অবস্থায় ওয়ারিশী সম্পত্তি যথাযথ নিয়ম অনুযায়ী বন্টন করে উভয়ে ভোগ দখলে আছে। কিন্তু বিগত সময়ে গেল সরকারের দাপট দেখিয়ে বাড়ি নির্মাণ কাজে বাঁধা দেয় এবং হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবী করেন।
এমন ঘটনায় স্থানীয় গণ্যমান্য লোকজন বিচার শালিশের সামাধান করে বাড়ি কাজ চালিয়ে যাওয়ার জন্য রায় দেয়। এই রায়ে জয়নালও সম্মতি প্রদান করে। সে সময় আর্থিক সংকটের কারণে নির্মাণ কাজ বন্ধ রাখতে হয়।
সম্প্রতি ছাদ ঢালাইয়ে কাজ শুরু করলে ঢালাই কাজে বাঁধা দেয় এবং অর্ধ লক্ষাধিক টাকা চাঁদা দাবী করে। বর্তমানে কাজ বন্ধ। এমনি ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভুক্তভোগী নাছির উদ্দীনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি হতাশ কন্ঠে জানায়, এলাকার মেম্বারও পুলিশের বিচারকে জয়নাল কোনভাবে মানছেন না। ৬ এপ্রিল উভয় পক্ষকে থানায় ডাকার পরেও সে যাননি। জয়নালের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান এই ভুক্তভোগী।
Really enjoyed this! Your perspective is refreshing and thought-provoking. Keep it up!
Your perspective is refreshing and thought-provoking. Keep it up!