মোঃনাঈম হোসেন পলোয়ান (ফরিদগঞ্জ,চাঁদপুর)প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে পড়ে প্রবাসী হারুন বেপারীর মেয়ে হুমায়রা নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ১১ টা ৩০ মিনিটের সময় ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব কাছিয়াড়া গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,প্রবাসী হারুন বেপারী ও সাথী আক্তার দম্পতির দুইটি সন্তান। বাবা বিদেশে থাকায় মা নিজেই দুই সন্তানকে আগলে রেখেছেন।
মা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় শিশু হুমায়রা খেলাধুলায় ব্যস্ত ছিল। একসময়ে সকলের অগোচরে সে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায়।পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হুমায়রা আক্তারকে মৃত ঘোষণা করেন।
সম্মানিত ভিউয়ার্স এসব ঘটনা থেকে শিক্ষা নিন এবং শিশু বাচ্চাদের প্রতি সচেতনতা বৃদ্ধি করতে নিউজটি শেয়ার করুন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত