
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৬ লেইন বাস্তবায়ন করার দাবীতে ঈদগাঁওতে দীর্ঘলাইন মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৫ এপ্রিল (শনিবার) সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচি শুরু হয়। এটি আয়োজন করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখা।
সংগঠনের সভাপতি তৈয়ব উদ্দিনে সভাপতিত্বে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, জেলা জামায়াতের নেতা ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, চুনতি মহিলা মাদ্রাসার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, ইসলামাবাদ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম ও ঈদগাঁও ইমাম সমিতি সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী।
শ্রমিক কল্যাণের সহ সভাপতি বশির আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে তাতে নানা জনের প্রাণহানিসহ বিভিন্ন পরিবার বিপর্যয়ের মুখে পড়েছে। অনেকে পিতাকে হারাচ্ছে, অনেকে মাতাকে হারাচ্ছে, পিতা-মাতারা তাদের প্রিয় সন্তান-সন্ততিদের হারাচ্ছে।
এমনও হয়েছে যে, দুর্ঘটনায় পড়ে একই পরিবারের একে একে সবাই মৃত্যুবরণ করেছে। যা কখনো কাম্য হতে পারেনা। সড়ক দিয়ে পর্যটন নাগরী কক্সবাজার অভিমুখে প্রতিদিন প্রচুর পর্যটক আসা-যাওয়া করেন।
বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ সহ পর্যটক ও সাধারণ জনগণের চলাচলের ব্যবস্থা আরও সুপ্রশস্ত করার জন্য অবিলম্বে এ সড়কে ৬ লেইন বাস্তবায়ন করার দাবী জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।