নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও
সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল বলেছেন, অনেক কম শিক্ষিত লোকও সমাজের জন্য, দেশের জন্য ভালো কাজ করে নজির সৃষ্টি করে ছেন। বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্য জীবী বিষয়ক সম্পাদক আরো বলেন, বড় বড় ডিগ্রী নিলে এবং উচ্চশিক্ষিত হলেই যে মানুষ আদর্শবান হবে এমন ধারণা ভুল। তিনি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে সৎ, যোগ্য ও আদর্শবান নাগরিক গড়ে উঠবে এমন প্রত্যাশা করেছেন।
এ কেন্দ্রীয় নেতা বলেন, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো মানুষ ও ভালো নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ শিক্ষকরা চেষ্টা করছেন। লুৎফুর রহমান কাজল ৩ এপ্রিল দুপুরে ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রাক্তন শিক্ষার্থী মায়সুমা সোলতানা, কক্সবাজার জেলা সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডাক্তার মিছবাহ উদ্দিন তারেক, প্রাক্তন শিক্ষার্থী এমডি তৈয়ব ফরাজী। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন ও প্রাক্তন শিক্ষার্থী আ,ন,ম আজহারুল হকের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম।
শুভেচ্ছা বক্তব্য দেন ঈদ পুনর্মিলন কমিটির সদস্য সচিব ডাক্তার আ,ন,ম মাজহারুল হক রিগ্যান। প্রতিষ্ঠানের স্মরণীয়দের মধ্যে ছিলেন ফরিদুল আলম, নুরুল আবছার, আলহাজ্ব কবির আহমদ, আবুল কাশেম বিটু, মনোয়ারা বেগম, মায়মুন আল রশিদ, হান্নান মিয়া, বদিউল আলম প্রমুখ।
বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আজম খান, শেখ মোহাম্মদ ইমরান, আব্দুর রাজ্জাক (রুবেল), সাংবাদিক ওসমান গনি ইলি, শওকত আলম,ওমর ফারুক সহ অনেকে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুনর্মিলনীতে উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে ঈদ পুনর্মিলনের প্রধান উদ্যোক্তা আজিজুল হাকিমকে আহ্বায়ক করে 'স্মৃতির মেলবন্ধন' নামে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন স্মরণিকা ২০২৫ প্রকাশ করা হয়। যার সার্বিক নির্দেশনায় প্রধান শিক্ষক শফিউল আলম।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত