
ভিক্টর বিশ্বাস চিতা
খোকসা, কুষ্টিয়া ঃ
ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট প্রিমিয়ার লীগ -২০২৫ সিজন ১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো
প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আ:ন্ত ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রধান অতিথি হিসেবে অপস্থিত ছিলেন বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বাংলাদেশ বিচার বিভাগ)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিমল কুমার পাল প্রধান শিক্ষক, ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়। আবুল হোসেন সাবেক প্রধান শিক্ষক ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়, আহসান হাবীব
জেষ্ঠ প্রভাষক , (ধোকড়াকোল ডিগ্রী কলেজ) মো: মোতালেব হোসেন, সহকারি প্রধান শিক্ষক ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয় ফরিদুজ্জামান ফরিদ, বিশিষ্ট সমাজ সেবক।
এছাড়া প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন হুমাউন, সহকারি শিক্ষক জাহানারা মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদ মাহফিজুর রহমান ফ্রিল্যান্সার,
রকিবুল ইসলাম আকাশ (ডাক্তার)সহ অনেকেই।
শেষ ম্যাচে অদম্য -১৩ প্রায় ৩৮ রানের জয় নিয়ে ডায়নামিক ১৯ কে হারিয়ে সিজন ১ এর চ্যাম্পিয়ন হয়।