
এম আবু হেনা সাগর,
ঈদগাঁও, কক্সবাজার ঃ
কক্সবাজারের বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
(৩ এপ্রিল) বৃহস্পতিবার সকাল নয়টায় মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা মসজিদে এ সাধারণ সভা সংগঠনের সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন আগত বক্তারা। সভাকে ঘিরে ওলামাকেরামগনের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
মিজানুল হক ও বেলাল উদ্দিন আযাদের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াত মধ্য দিয়ে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ব থাকার গুরুত্বও তাৎপর্য বিষয়ে বক্তব্য রেখেছেন,মাছুয়া খালী মাদ্রাসার শিক্ষক হাফেজ রমজান আলী, ঈদগাঁওর প্রবীণ আলেমেদ্বীন ও অতদ অঞ্চলে ইসলাম বিরোধী কর্মকান্ড প্রতিরোধে তাদের ভূমিকা শীর্ষক বক্তব্য রাখেন,মাও: মোহাম্মদ ইদ্রিস,সংগঠনের সুষ্ঠ পরিচালনা ও স্থায়িত্বের মূল উপায়-পদ্ধতি বিষয়ে আলোচনা করেছেন মাওলানা আবদু রহমান জিহাদী,দেশ-জাতি ও মুসলিম উম্মাহর প্রতি ওলামাকেরামের দায়িত্ব ও কতব্য বিষয়ে সারগর্ভ আলোচনা করেছেন।
চট্টগ্রামের আইআইইউসির ইসলামিক সাইন্সের অধ্যাপক ড.মোস্তফা কামিল মাদানী, দেশ-জাতি প্রতি আকাবিরে দেওবন্দের গৌরবোজ্জ্বল অবদান নিয়ে আলোচনা করেন, মুফতি হুমায়ুন কবির খালভী,সমাজের সাথে আলেমের সম্পর্ক ও সমাজে তাদের অবস্থান সম্পর্কে বক্তব্য রাখে, মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ মুবিনুল হক জমিরী, মুনাজাত পরিচালনা করেছেন চৌফলদন্ডীর মাওলানা হাফেজ জাফর আলম।
সাধারণ সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ,সাংগঠনিক সম্পাদক হাফেজ আমীন রশিদ,দপ্তর সম্পাদক মাওলানা এমদাদুল হক, গোপালগঞ্জের কাশিয়ানী মাদ্রাসার শিক্ষক যুব ঐক্য পরিবারের সদস্য এরফান উল্লাহ, ডাক্তার মো: ইউসুফ আলী, কালিরছড়া মাদ্রাসার মুহতা মিম হাফেজ ছৈয়দ নূর ও সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ ফরাজীসহ বিভিন্ন এলাকার অসংখ্য ওলামাকেরাম। ঈদ পরবর্তী এ অনুষ্ঠানে একে অপরের সাথে কোলাকুলিতে মেতে উঠেন।
উল্লেখ,২০১৫ সালে এ সংগঠনটির যাত্রা হয়।