
নিজস্ব প্রতিবেদকঃ
মঙ্গলবার (১ এপ্রিল ) সন্ধ্যায় মাটিকাটা ইউনিয়ন প্রেমতলি আজাদ ক্লাবে হুইলচেয়ার বিতরণ করেন।
জনাব মোঃ সাদিউজ্জান রুবেল, আহবায়ক, প্রেমতলী আজাদ ক্লাব এর নিজস্ব ব্যবস্থাপনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব এবং চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মেজর জেনারেল অবঃ মোঃ শরিফ উদ্দিন, দুস্থ অসহায় একজন পুরুষ ও একজন অসুস্থ নারীকে হইল চেয়ার বিতরণ করেন।
অপ্রত্যাশিতভাবে এ হুইলচেয়ার উপহার পেয়ে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মুখে হাসি ফুটে উঠে।
হুইলচেয়ার পেয়ে দুইজন অসহায় ব্যাক্তিরা বলেন, অসুস্থ হয়ে পায়ে হেঁটে চলাচল করতে সমস্যা হতো। খেয়ে না খেয়ে সময় কাটত বিছানায় শুয়ে-বসে। টাকার অভাবে হুইলচেয়ার কিনতে পারছিলাম না।
আজকে শরিফ ভাই আমাদের দুইজনকে দুইটি হুইলচেয়ার দিয়েছেন। আমরা অনেক খুশি ও আনন্দিত।
এ বিষয়ে ইয়াকুব সরকার বলেন, প্রয়োজন থাকা সত্ত্বেও একটা হুইলচেয়ারের জন্য অনেকেই দ্বারে দ্বারে ঘুরেও পান না। একটি হুইলচেয়ার ব্যবহার করতে না পেরে অনেকে আরও পঙ্গু হচ্ছেন। এ অবস্থায় দুইজন অসহায় ব্যাক্তিদের ২টি হুইলচেয়ার দিয়ে যে উপকার করেলেন তা অনুসরণীয় হয়ে থাকবে। এভাবেই সকলকে এগিয়ে আসা দরকার।
মেজর জেনারেল অবঃ মোঃ শরীফ উদ্দীন বলেন, নেতৃত্ব নিয়ে বসে থাকলে চলবে না। অসহায়দের পাশে দাঁড়ানোই একজন দেশপ্রেমিকের কাজ। আমি সবসময় সুখে-দুঃখে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ জন অসহায় মানুষকে হুইলচেয়ার উপহার দিয়েছি।
এই মানুষগুলোর হুইলচেয়ার কেনার সামর্থ্য ছিল না। হুইল চেয়ার উপহার পাওয়ার তাদের মুখে যে হাসি ফুটে উঠেছে, এটাই আমার পরম পাওয়া।