
শাহিনুর আক্তার
নরসিংদী
নরসিংদীর বেলাবতে নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের উদোগে আলেম- হাফেজ ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের নোয়াকান্দি মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সংগঠনের পক্ষ থেকে ২০ জন কোরআনে হাফেজ ও ১৫ জন আলেম এছাড়াও শিক্ষা খাতে বিশেষ অবদান রাখা ৬ জন গুণীজনকে সংবর্ধিত করা হয়েছে।
সম্পর্কিত ৬ জন গুণীজন হলেন- নোয়াকান্দি দারুল হুদা তালিমুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও সভাপতি হযরত মাওলানা মো. বদরুল আলম, ভৈরবের আফতাবুল উলূম আলিম মাদরাসার আরবী বিভাগের প্রভাষক মাওলানা মো. রমিজ উদ্দিন, ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মাওলানা মো. জামাল উদ্দিন, নোয়াকান্দি নতুন বাজারের ব্যবসায়ী মাওলানা মো. কেফায়েত উল্লাহ, জঙ্গুয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. আব্দুস সাত্তার ও মো. আমির আলী মোল্লা।
নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব।
সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের ব্যবস্থাপনায় সংবর্ধণায প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আমানীয়া রহমতপুর কাঙ্গালিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি আনোয়ার হোসেন চিশতি।
এসময় ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া।
সংবর্ধনা অনুষ্ঠানে আসস’র নির্বাহী পরিচালক জামাল হোসেনের প্রধান পৃষ্ঠপোষকতায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনভিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল হক, ব্যবসায়ী মো. শামিম আহেম্মদ সুজন।
নোয়াকান্দি সমাজ কল্যাণ সাংগঠনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন ব্যবসায়ী জসিম মিয়া ও নোয়াকান্দির এলাকা সমাজ সেবক মো. আবুল কালাম।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।