এম আবু হেনা সাগর
ঈদগাঁও, কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁওতে প্রীতি ফুটবল ম্যাচে ঢাবি শিক্ষার্থীদের হারিয়ে চ্যাম্পিয়ন হন পাবলিকিয়ান অফ ঈদগাঁও।
বুধবার (২ এপ্রিল) বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে পাবলিক বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় সংগীতের মধ্যদিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিম পালঙ্কি বনাম ঈদগাঁও উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দল পাবলিকিয়ান অফ ঈদগাঁওয়ের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় সংগঠনের উপদেষ্টা,সদস্য,সাবেক ফুটবলার,সাংবাদিক জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মিজানুর রহমান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচে এক গোলে টিম পালঙ্কিকে হারিয়ে জয়লাভ করেছেন টিম পাবলিকিয়ান অফ ঈদগাঁও।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়াচর্চা বাড়ানোর লক্ষ্যে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেষে দু-দলের খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত