
মোঃ বিল্লাল হোসেন
শেরপুর থেকে, ডেস্ক রিপোর্ট ঃ
পর্যটকদের ভীড়ে মুখরিত হয়ে উঠেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ বিনোদন কেন্দ্র। ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন ভ্রমন পিপাষুরা।
ঈদের দীর্ঘ ছুটির কারনে গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে পর্যটকদের আগমন বেরেছে ব্যাপক হারে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের আগমন ঘটছে এ পর্যটন কেন্দ্রে। রমজানের ১ মাস পর্যটক শুন্য ছিলো গজনী অবকাশ বিনোদন কেন্দ্রটি।
ঈদের দিন থেকে প্রতিদিন শতশত পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রটি। দর্শনার্থীদের আগমনে বেচাকেনা বেড়েছে ব্যবসায়ীদের ও। এতে খুশি গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের ব্যবসায়ী ও ইজারাদারের লোকজন।
পর্যটন কেন্দ্রের ইজারাদার ফরিদ আহমেদ বলেন প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী ঝড় না হওয়া পর্যন্ত এ অবস্থা চলবে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আল আমিন বলেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য নেয়া হয়েছে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন গজনী বিনোদন কেন্দ্রকে আরো আকর্ষণীয় করে গড়ে তুলতে নেওয়া হয়েছে আরো উন্নয়নমূলক ব্যবস্থা। তিনি বলেন ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে। রাস্তাগুলোর সংস্কার কাজ চলমান রয়েছে।
বার্তাপ্রেরকঃ-মোঃ বিল্লাল হোসেন, শেরপুর।
মোবাঃ-০১৮৩১৬১৮২৮৮
তাং- ০২/০৪/২৫ইং