
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও ঃ
ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে কর্মস্থলমুখী মানুষের চরম ভোগান্তি বেড়েছে। মহাসড়কের বিভিন্ন জায়গায় যানজটের কবলে দুরপাল্লার বাসসহ যাত্রীরা।
(ঈদের দ্বিতীয় দিন) মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও স্টেশনে এমন চিত্র দেখা গেছে। তবে দুপুরের পর থেকে সড়কে বাড়তে থাকেন যাত্রী এবং যানবাহনের চাপ।
কক্সবাজারের ঈদগাঁও উপ জেলার ইসলামাবাদের কবি নুরুল হুদা সড়কের মাথা হতে কলেজ গেইট পযন্ত প্রায় ঘন্টাব্যাপী দীর্ঘ লাইন যানজটের কবলে পড়েন দুরপাল্লার যাত্রীসমাজ। গরু বাজারস্থ আলমাছিয়া মাদ্রাসা গেইট সংলগ্ন মহাসড়ক পয়েন্ট কিছু সংখ্যক ছাত্র যানজট নিয়ন্ত্রণে কাজ করতে চোখে পড়ে।
দেখা যায়,ব্যাটারীসহ সিনজিচালিত তিন চাকার যানবাহন মহাসড়কের দূরপাল্লার বড় বাসের সাথে পাল্লা দিয়ে চলাচল করায় যানজট বৃদ্ধি পাচ্ছে একের পর এক।
কয়েকজন পথচারী জানান, ‘মহাসড়কে বড় বড় বাসের সাথে যদি তিন চাকার যানচলাচল বন্ধ না হয় তাহলে সড়কে শৃঙ্খলা ফিরবেনা, যানজট লেগে থাকবে বিভিন্ন পয়েন্টে।