
কবি- আর. এম. কারিমুল্লাহ
আমি হলাম বন্ধুপ্রেমিক
বন্ধুর খোঁজে ছুঠি,
খুঁজতে খুঁজতে অন্ধ হলো গো
আমার চোখ দুটি।
তবুও আমি ছুটে চলি
প্রিয় বন্ধুর জন্য,
তাদের কথায় আমি যেন
মাঝে মাঝেই ধন্য ।
আমি শুধু বন্ধুত্ত করি
আল্লাহর পথে ,
জান্নাত যাবো এটাই আসা
প্রিয় বন্ধুত্ত হতে।
আর কতকাল বন্ধু আমি
খুঁজবো একা একা?
দয়া করে বন্ধু তুমি
দিয়ো তোমার দেখা!
দীর্ঘদিন ধরে খুঁজছি গো
পাইনা তবুও খুঁজে ,
আর তো আমি পারবো না
থাকতে চোখ বুজে।
বন্ধুর জন্য প্রাণটাই
দিতে আমি রাজি,
নবীর দেশে হজে গিয়ে
বন্ধুকে বানাবো হাজি।
আমি হলাম বন্ধুপ্রেমিক
বন্ধুর খোঁজে ছুঠি,
দেখতে দেখতে অন্ধ হলো
আমার চক্ষু দুটি।
বন্ধু পেতে ভাগ্য লাগে
সৌভাগ্য আমার নাই,
দুর্ভাগ্য আমার জীবন খানা
কুড়ে কুড়ে খায় ।
অনেক দিন থেকে স্বপ্ন আমার
ভালো বন্ধু চাই,
পৃথিবীটা পারি দিলাম
তবুও খুঁজে না পাই।
বন্ধুর সাথে কথা বলি
সামান্য আর অল্প,
বন্ধু কে নিয়ে লিখি আমি
বড়ো বড়ো গল্প।
অনেক বন্ধু শয়তানরূপী
জানা ছিলো না ,
বন্ধুপ্রেমিক হয়েও আমি
বুঝতে কনো পারি না!
বন্ধু!বন্ধু! বলে সবাই
কাছে আসে চলে,
শয়তানের রুপ ভেসে উঠে
সঠিক সময় হলে।
আমি হলাম বন্ধু প্রেমিক
বন্ধুকে আপন করি,
দিন শেষে তাদের জ্বালায়
জ্বলে পুড়ে মরি।
আমি হলাম বন্ধুপ্রেমিক
সবাইকে জানিয়ে রাখি,
মরার পরে হবো আমরা
জান্নাতেরই পাখি।
এত বড়ো স্বপ্ন আমার
ক্যামনে রাখি বলো?
অত কথা না বাড়িয়ে
বন্ধুত্ত করি চলো।
আমি হলাম বন্ধু প্রেমিক
বন্ধুর খুঁজে ছুটবো,
আসা রাখি তাদের আলোয়
ফুলের মতো ফুটবো
রচনাকাল-১৩/০৩/২০২৫
সময়- ৮:০০পিএম