
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
মাহে রমজান শেষে ঈদুল ফিতরের জামাতসহ এবার ঈদ উৎসব হতে যাচ্ছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। ব্যাতিক্রমী এই উদ্যোগে স্বাগত জানান উপজেলার নানান শ্রেনী পেশার মানুষ।
জানা যায়,কক্সবাজারের ঈদগাঁও উপজেলা যুবসমাজ কতৃক আয়োজিত ঈদগাহ ময়দানে ঈদের জামাতসহ ঈদ উৎসব ঈদের দিন সকাল নয়টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আসুন সবাই সকল ভেদাভেদ ভুলে ঐতিহাসিক ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মিলিত হই ভ্রাত্বত্বের বন্ধনে। ঈদ সকলে জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি।
এদিকে এই বছর ঈদ উৎসবের নান্দনিক উদ্যোগকে অভিবাদন জানান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা। এ ধারা যেন অব্যাহত থাকুন এমনি প্রত্যাশা করেন।