
ডেস্ক রিপোর্ট ঃ
মানবসমাজে একজন মানুষ যদি তার সততা, সদিচ্ছা ও সাহসিকতার যথাযথ ব্যবহার এবং প্রয়োগ করে সমাজ, দেশ ও জাতিকে কিছু উপহার দিতে চান তবে তা অনায়াসেই করতে পারেন। কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান জনাব শেখ সাদী তার এক উজ্জ্বল ও অনন্য দৃষ্টান্ত।
ছাত্র অবস্থা থেকেই তিনি মানুষের জন্য বড় পরিসরে কাজ করার স্বপ্ন লালন করতেন। স্বপ্নবাজ সেই তরুনের যৌবনের প্রথম প্রেম ছিল জাতীয়তাবাদী ছাত্রদল।
একজন সৎ, সাধারণ গর্বিত পিতার সন্তান পিতার প্রদর্শিত আদর্শ ও শিক্ষা-দীক্ষায় দীক্ষিত এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে রাজনীতির পাশাপাশি প্রথমে নিজেকে একজন সৎ ও সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেন।
তার রাজনীতি কেবলই জনমানুষের জন্য তাই তিনি রাজনীতিকে পেশা হিসেবে নয় বরং ভালবাসার জায়গা থেকেই দেখেছেন। কিন্তু মেধা পরিশ্রম, নেতৃত্ব কৌশল ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে তিনি দক্ষ সংগঠক হয়ে উঠেন। তারই ধারাবাহিকতায় তিনি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠনের নেতা হিসেবে রিহ্যাবের পরিচালক হিসেবে নির্বাচিত হন।
তিনি ছিলেন স্বপ্নবাজ পুরুষ, তিনি ঘুমিয়ে স্বপ্ন দেখতেন না, বরং তার স্বপ্নই তাকে ঘুমাতে দিত না। মানুষের জন্য বৃহৎ পরিসরে কাজ করার স্বপ্ন বুনেছিলেন সেই ছাত্রদলের রাজনীতি করার সময় থেকেই। কিন্তু তিনি রাজনীতিকে পেশা হিসেবে নেননি, বরং রাজনীতিকে কিছু দেবার জন্যই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। এখন তিনি একাধারে…..
🔹চেয়ারম্যান, এশিউর গ্রুপ
🔹যুগ্ম আহ্বায়ক, কুষ্টিয়া জেলা বিএনপি
🔹সভাপতি, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা
🔹পরিচালক, রিহ্যাব
🔹ডোনার মেম্বার, গুলশান ক্লাব,
🔹ডোনার মেম্বার, উত্তরা ক্লাব, এরকম অসংখ্য দেশ সেরা ক্লাব, প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে তিনি জড়িত।
এভাবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখন তার বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। দেশের জিডিপিতে রাখছেন বড় অবদান। দেশের অর্থনীতি, চিকিৎসা, ট্যুরিজম, শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান সব সেক্টরেই অবদান রেখে চলেচেন। সেই সাথে দল, দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্যেও কাজ করে চলেছেন।
তার সৌজন্যে কুষ্টিয়ার কুমারখালীতে নির্মিত হচ্ছে ১০ তলা আধুনিক হাসপাতাল। দলের জন্য নিবেদিত প্রাণ শেখ সাদীর এ সাফল্যে দল ও দলীয় হায়কমান্ড খুশি। তার আকাশচুম্বী জনপ্রিয়তা ও এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করার তার যে তীব্র বাসনা তাতে দল খুশি হয়ে প্রাথমিক পর্যায়ে তাকে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন।
তরুণ প্রজন্মের একজন আইকনিক নেতা, আইকনিক নেতা বলার কারণ হলো- একজন নেতার চলন, বলন, জীবন যাপন পদ্ধতি, চেতনা, বিশ্বাস, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ, রাজনৈতিক দর্শন এবং চারিত্রিক গুণাবলী যখন নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে ওঠে তখন সেই নেতাকে আইকনিক নেতা বলা হয়। শেখ সাদী তেমনই একজন আইকনিক নেতা। তিনি তার মেধা, প্রজ্ঞা ও জীবন দর্শনকে কাজে লাগিয়ে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান এশিউর গ্রুপের মতো তিনি নিজেকেও একটা ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা)র মানুষের ভাগ্যোন্নয়নে, তাঁদের জীবন মান উন্নয়নের যে ব্রতী নিয়ে তিনি এতোদিন পথ চলেছেন সময় এসেছে এখন তা বাস্তবায়নের। কুমারখালী ও খোকসা উপজেলাবাসীও এখন তাঁদের প্রাণের নেতাকে চিনে নিয়েছেন। একজীবনে আল্লাহ শেখ সাদীকে যা দিয়েছেন তাতে তার জীবনে নিজের জন্য আর চাওয়া-পাওয়ার কিছু নেই। স্বপ্নবাজ সেই যুবকের এখন একটাই চাওয়া, তা হলো -“সবাইকে সাথে নিয়ে কেবলই এগিয়ে চলা…..”
“এশিউর গ্রুপ” যেমন দেশের অর্থনীতিতে একটি সুপ্রতিষ্ঠিত ব্রান্ডের নাম তেমনই, নিজের সুখ-স্বাচ্ছন্দ্য ও বিলাসিতাকে অবজ্ঞা করে কুষ্টিয়া-০৪ আসনকে দেশসেরা একটা ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার এক মহান ব্রত এবং লক্ষ্য নিয়ে, সমাজ ও এলাকাবাসীর কল্যাণার্থে নিজেকে উৎসর্গ করেছেন। মৃদুভাষী, ভদ্র, শিক্ষিত, জনপ্রিয় এই মানুষটির আচার-আচরণ, কথাবার্তা, লক্ষ্য, উদ্দেশ্য ইতিমধ্যে খোকসা-কুমারখালীর মানুষের দৃষ্টি ও হৃদয়কে জয় করেছে……
চলবে……..
ধারাবাহিক প্রতিবেদনের (১ম পর্ব)
সেই সফলতার গল্প জানতে সঙ্গে থাকুন…….