
মহিউদ্দীন
এ কেমন দেশ, এ কেমন সমাজ,
সত্য হারায়, মিথ্যা আজ সাজ।
সৎ মানুষের নিথর জীবন,
অসৎদের মুখে হাসির আগুন।
পড়াশোনা কর, বলেছিল মা,
গাড়ি-ঘোড়া চড়বি তুই সখা।
কিন্তু দেখি উল্টো রীতি,
মূর্খ রাজায় রাজ্য গীতি।
ঘুষখোরেরা টাকার পাহাড়,
সৎ থাকলে জীবন ধ্বংসসার।
ন্যায় কথা বললে ঠাঁই নাই কোথাও,
মিথ্যার বেসাতি ছড়ায় চতুর্দিকে থাও।
বুক ফুলিয়ে চলে যে দাগী সন্ত্রাসী,
নেতার কানে তারই বেশি অনুরাগী।
শিক্ষিত ছেলে চাকরি খোঁজে,
চাটুকারের ভাগ্যে ফুলই ফোটে।
তবু কি হার মানবে সত্যের আলো?
বদলাবে কি এ আঁধারের পালো?
একদিন আসবে নতুন ভোর,
সত্য হাসবে, খুলবে ঘোর!