
“প্রার্থনা ”
মহিউদ্দীন
হে প্রভু, করো দয়া,
তোমার রহম চিরসময়া।
পাপ করেছি জানি আমি,
ক্ষমা করো, দিও না ভ্রমি।
রোগে ক্লান্ত দেহখানি,
তবু আশায় থাকি আমি।
সকল আত্মীয়, সকল সাথী,
করছে দোয়া দিন আর রাতি।
হে দয়াময়, তুমি শ্রেষ্ঠ,
তোমার কৃপা সবার ঊর্ধ্বে।
সুস্থ করো, দাও শান্তি,
পথ দেখাও রহমত দিব্য।
বন্ধু-বান্ধব, স্নেহের সাথী,
যদি কভু দিয়েছি ব্যথা,
ক্ষমা করো, করো দোয়া,
প্রভু যেন রাখে ছায়া।
আল্লাহ তুমি মাফ করো,
রোগ-শোক সব হার মানুক।
নতুন করে বাঁচতে দিও,
তোমার পথে মনটা টানুক।