
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
মিজান ঈদগাঁও ইউনিয়ন ৪নং ওয়ার্ড চাঁন্দের ঘোনা এলাকার ছেলে। তিনি দীর্ঘ বছর থেকে এক প্রকার চর্মরোগে আক্রান্ত হয়ে মরণ ব্যাধি যন্ত্রণা সহ্য করে বেঁচে আছেন। এই রোগে ইন ফেকশন হয়ে তার হাত পায়ের কয়েকটি আঙ্গুল ইতিপূর্বেই ঝড়ে পড়ে গেছে।
চিকিৎসকদের মতে, মিজানকে যদি দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া না হয় তাহলে এই রোগ ধীরে ধীরে ক্যান্সারে পরিণত হবে।
তার পিতা নেই আছে শুধু মা, একজন মানুষের শেষ সম্বল থাকার জায়গাটুকুও তার নেই। মা সহ্ বর্তমানে নিজ এলাকার সাবেক একজন মেম্বারের বাড়ির আঙ্গিনায় আশ্রয় নেয় মিজান।
তার উপর এ কঠিন রোগ ঘিরে ধরেছে তাকে। এলাকার বিভিন্ন বিত্তবান লোকদের একান্ত সহযোগিতায় দীর্ঘবছর ধরে চিকিৎসা করে আসছে মিজান। তবে এই সময়ে এসে যেন দেয়ালে পিট ঠেকে গেছে মিজান ও তার মায়ের। এমন অবস্থায় দেশবাসীর কাছে হাত পেতে বসে ছেন মিজান ও তার মা। আগে এলাকাবাসীরা বিভিন্নভাবে চেষ্টা করেছে তার পরিবারকে আর্থিক সহায়তা দিতে। তবে তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে এটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। তাই সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ আপনারা মিজানের এ করুণ অবস্থা দেখে তার পরিবারের পাশে দাঁড়ান।
মিজানের পরিবারের নাম্বার (০১৮৭০৮৬৫২১৪)
সহায়তা পাঠাতে
বিকাশ – ০১৮৮৫-৩১১৮৪৪
নগদ – ০১৮৭০-৮৬৫২১৪