
এম আবু হেনা সাগর, ঈদগাঁও (কক্সবাজার)
ঈদগাঁওতে অনলাইন সাংবাদিকতা শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে “এলাকার উন্নয়নে অনলাইন সাংবাদিকতা” শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেন ঈদগাঁও নিউজ ডট কম।
বক্তারা বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অনলাইন সংবাদ মাধ্যম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বব্যাপী অনলাইন সাংবাদিকতার জনপ্রিয়তা এখন তুঙ্গে। আলোচকরা স্থানীয় সংবাদ মাধ্যমে সততা, বস্তুনিষ্ঠতা, ও নিরপেক্ষতার সাথে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
আলোচনার সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানালেন ঈদগাঁও নিউজ ডটকমের সম্পাদক এবং প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম।
এই আলোচনায় অংশ নেন, জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। তিনি সমাপ্তি ঘোষনা এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি জেলা শাখার সদস্য শওকত আলম, খেলাফত মজলিস জেলা শাখা সহ-সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন,জেলা বিএনপির সদস্য জানে আলম, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ, নাইক্ষ্যংদিয়া- চৌফলদন্ডী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আজিজুল হক রুবেল, সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। ঈদগাঁও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায উপস্থিত ছিলেন বৃহত্তর ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি এনামুল হক ইসলামাবাদী,দৈনিক আমার দেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি, ব্যবসায়ী কামরুল হাসান বায়েজীদ।
উপস্থিত ছিলেন,জালালাবাদ ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল হুদা, মাল্টিমিডিয়া ব্যক্তিত্ব নুরুল হুদা, দন্ত চিকিৎসক ডাক্তার তারেকুর রহমান,খেলাফত মজলিস ঈদগাঁও উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ ইমরান উদ্দিন ও কবি নিলয় মাহমুদসহ অনেকে।