
অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে সারাদেশে ৩৪৩ জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও অন্যান্য মামলায় একদিনে আরও ১ হাজার ১৭৮ জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানিয়েছে একদিনে গ্রেপ্তারের সংখ্যা ১ হাজার ৫২১ জন।
অভিযানে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, শর্টগান কার্তুজ ৬টি, ছুরি ৩টি, তলোয়ার ৩টি, কুড়াল ১টি, ককটেল ১০টি, লাঠি, ৮টি, রড ৪টি এবং রামদা উদ্ধার হয়েছে ৪টি।
এর আগে গত রোববার সারা দেশে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। এক বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত গ্রেপ্তারদের মধ্যে মহানগরের ২৭৪ জন আর বিভিন্ন রেঞ্জে ১ হাজার ৩৪ জন।
দ্বিতীয় দিনে গ্রেপ্তারদের মধ্যে গাজীপুরেই ১০০ জন। এছাড়া, যৌথ অভিযানে-, চট্টগ্রামে ২৬ বগুড়াতে ১৫, খাগড়াছড়িতে ১২, বাগেরহাটে ৫, নাটোরে ৫, রাজশাহীতে ৪, নোয়াখালীতে ৪, সিলেটে ৩ পঞ্চগড়ে ৩, বরিশালে ২, হবিগঞ্জে ২, সাতক্ষীরায় ২ ও ঠাকুরগাঁওয়ে ১ জন গ্রেপ্তার হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নয়ন শেখসহ গ্রেপ্তার হয়েছে চারজন। সবার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
সিলেটে ছাত্র আন্দোলনে হামলা, হত্যাসহ নানা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া, যৌথ অভিযানে হবিগঞ্জে ২, নোয়াখালীতে ৪ এবং বাগেরহাটে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের এই বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী।