কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় সোহাগ রহমান নামের এক মটোরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এস এম কনক :
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় সোহাগ রহমান নামের এক মটোরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের বাগোয়ান কলেজ মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীতে ফিল্ড সুপারভাইজার হিসেবে মেহেরপুরে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সোহাগ মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে নিজ বাড়ি ফিরছিলেন। বাগোয়ান গার্লস কলেজের নিকট পৌছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত