মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী // রাউজান //
দেশের ঐতিহ্যবাহী অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা র ২নং পূর্ব ডাবুয়া ইউনিয়ন এর কাউন্সিল অধিবেশন গতকাল শুক্রবার বাদে আসর হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা সভাপতি কেএম আলমগীর মাসউদ আরবনগরী এর সভাপতিত্বে রাউজান আরব নগর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মাওলানা শোয়াইব আরবনগরী এর সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন আসহাবে সুফফাহা জমীরীয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা র পরিচালক মাওলানা শোয়াইব আরবনগরী, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জনাব আবদুল কাদের ২০১জনের পূর্ণাঙ্গ একটি কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা র উপদেষ্টা মাওলানা জোবাইর কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা র সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম,
রাউজান উপজেলা হেফাজতের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা হোছাইন আহমদ, রাউজান উপজেলা হেফাজতের সহ সভাপতি মাওলানা ক্বারী শহিদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওসমান খলিলাবাদী, রাউজান উপজেলা হেফাজতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল্লাহ,সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদউল্লাহ, সহ এাণ বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার মেম্বার, সামাজ সেবক মাস্টার আবদুল গফুর, ও স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও দায়িত্বশীলগন। সভাপতির বক্তব্যে কেএম আলমগীর মাসউদ আরবনগরী বলেন, মহান রব্বুল আলামীনের কাছে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ তা’আলা উক্ত কমিটিকে সততা ও ইনসাফের সহিত পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক এবং সার্বিক সফলতা দান করুন। আমিন।
বিশেষ দ্রষ্টব্য, আগামী ২৯ শে জানুয়ারী রোজ বুধবার হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা র উদ্যোগে শানে রেসালত সম্মেলন রাউজান সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। হেফাজত প্রেমী সকল ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি।