ডেস্ক রিপোর্ট ঃ
কে এই আতিয়ার বিশ্বাস???? কি তার পরিচয়?? কিভাবে এখোনো প্রকাশ্য দাপিয়ে বেড়াচ্ছেন, এতো অপকর্মের মুল হোতা??? কেনো ধরাছোয়ার বাইরে??? এতোক্ষমতার উৎস কোথায়, এই সন্ত্রাসী গডফাদার এর???? এরকম অনেক প্রশ্ন মাথায় নিয়ে অনুসন্ধানী কার্যক্রম শুরু করে দৈনিক নবদেশ২৪ টিম।
জামায়াত নেতা হত্যাকান্ডের অনুসন্ধান করতে গিয়ে উঠে এসেছে হত্যা সহ ভয়াবহ সব দুর্নীতি, সন্ত্রাসী ও মাদকের সাথে সম্পৃক্তার অভিযোগ, আওয়ামী নেতা মোঃ আতিয়ার বিশ্বাস এর বিরুদ্ধে। পুলিশের মাধ্যমে গ্রেফতার বানিজ্য, মামলার ভয় দেখিয়ে টাকা নেওয়া, সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের টাকা মানুষ কে না দেওয়া, একাধিক স্কুলের সভাপতি, সেক্রেটারির পদ বাগিয়ে নিয়ে, প্রতিষ্ঠানের ফান্ডের টাকা আত্মসাৎ করা সহ, ভয়ংকর সব অপরাধ এর বিষয়।
মাঠের কামলা থেকে হয়েছেন কোটিপতি।
এর আগে ও হত্যা মামলার আসামী হয়ে, বিদেশে পাড়ি জমিয়েছিলেন, থাকতে হয় নাই বেশি দিন।
২-নম্বর মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি পদ বাগিয়ে নেওয়ার পরে, আর পেছনে ফিরে তাকাতে হয় নাই এই আওয়ামিলীগ নেতার। নিজ ইউনিয়ন শুধু নই, পুরা থানা এলাকা চশে বেড়িয়েছেন। থানা, জেলা, ইউনিয়ন এলাকায় এমন কোনো অপকর্ম নেই, যা এই আতিয়ার বিশ্বাস করে নাই। এমনই তথ্য উঠে এসেছে, দৈনিক নবদেশ২৪ এর অনুসন্ধানে।
এই আওয়ামী নেতা, আতিয়ার বিশ্বাস এর নাম শুনলেই, সবাই থাকতো আতংকিত। নিজ এলাকায় গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী। যখন তখন, যার তার, রাতের অন্ধকারে উঠিয়ে নিয়ে এসে, নির্যাতন করে বিভিন্ন অভিযোগ চাপিয়ে দিয়ে আদায় করে হতো বড় অংকের টাকা। যা দিয়ে গড়ে তুলেছেন অবৈধ ভাবে, নামে বেনামে অঢেল সম্পত্তি।
এখোন পর্যন্ত এই আওয়ামী নেতার বিরুদ্ধে সরাসরি কথা পর্যন্ত বলতে ভয় পাচ্ছে, এলাকাবাসী। যে সকল ব্যাক্তি দৈনিক নবদেশ২৪ পত্রিকার সাথে কথা বলেছেন,
সবাই তাদের নিজের পরিচয় গোপন রাখার শর্তে।
এতসব শর্তেের কারন, এই আতিয়ার বিশ্বাস একজন মুর্তিমান এক আতংকের নাম।
রুপকথার গল্প কে ও হার মানিয়ে দিবে এই ঠান্ডা মাথার খুনি, ভূমিদস্যু, সন্ত্রাসী মোঃ আতিয়ার বিশ্বাস। বেড়ে উঠা, ঝিনাইদহ জেলার, ২- নম্বর মির্জাপুর ইউনিয়নের মহিষগাড়ি গ্রামে।
দক্ষিণ পশ্চিমাঞ্চল কে এক সময় সন্ত্রাসীর অভয়ারণ্যে বলা হতো। তার মধ্যে শৈলকূপা থানা ছিলো অন্যতম। আর, শৈলকূপা থানার এই এলাকা ছিলো সন্ত্রাসীদের নিরাপদ স্থান। স্বাধীনতার পরে থেকে, ২০০০ সাল পর্যন্ত প্রকাশ্য দিনে দুপুরে লোকজন কে হত্যা করতো সন্ত্রাসী বিভিন্ন গ্রুপের সদস্যরা।
সেই সময় থেকে, আন্ডারওয়ার্ল্ড এর বিভিন্ন নেতার সাথে সক্ষতা তৈরি করেন এই নেতা। সেই থেকে সন্ত্রাসী জীবনর হাতে ক্ষড়ি। সন্ত্রাসী লালন পালন করা এবং তাদের মাধ্যমে নিজের আখের গোছাতে মরিয়া হয়ে উঠেন, এই আওয়ামী নেতা সন্ত্রাসী মোঃ আতিয়ার বিশ্বাস। স্থানীয় সন্ত্রাসী কাজ কর্ম এবং মাদক কারবারি দের সাথে রয়েছে দহরম মহরম।
অনুসন্ধানের সার্থে এবং একজন ব্যাক্তির বিরুদ্ধে এতো অভিযোগ এর কারন জানতে, দৈনিক নবদেশ২৪ এর অনুসন্ধানী টিম অনেক চেষ্টার পরে মোঃ আতিয়ার বিশ্বাস এর সাথে যোগাযোগ করতে সক্ষম হয়, ফোনের মাধ্যমে। দৈনিক নবদেশ২৪ টিম এর পরিচয় পাওয়ার পরে, পরবর্তী দিনে সাক্ষাৎ এর জন্য কথা বললেও, পরে আর যোগাযোগ করে সাক্ষাৎ করেন নাই।
৫-ই আগষ্টের পরে থেকে কয়েকদিন যোগাযোগ এবং সাক্ষাৎ কারো সাথে না হলেও, এখোন আবারো এলাকায় সক্রিয় অবস্থানে চলাফেরা করছে, নিজস্ব বাহিনীর কিছু সংখ্যাক সদস্য সাথে রাখছেন নিজের ব্যাক্তিগত নিরাপত্তার জন্য।
প্রশাসনের দায়িত্বপ্রা্ত একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছে,, দৈনিক নবদেশ২৪ টিম, মোঃ আতিয়ার বিশ্বাস কে নিয়ে । সেই সকল তথ্য এবং লোমহর্ষক আরো কিছু ঘটনার বর্ণনা নিয়ে নতুন নতুন তথ্য আপনাদের সামনে আগামী (পর্ব ২) তে জানাবে, দৈনিক নবদেশ২৪ পত্রিকা।
দৈনিক নবদেশ২৪ টিম, মোঃ আতিয়ার বিশ্বাস এর সাথে, যোগাযোগ করার সকল চেষ্টা এখোন পর্যন্ত অব্যাহত রেখেছে। অনুসন্ধানের স্বার্থে দৈনিক নবদেশ২৪ টিম,, পরবর্তী তে যোগাযোগ করে সাক্ষাৎ করতে পারলে, পাঠকদের নিকটে আবার ও সত্য জানাতে হাজির হবে। সেই পর্যন্ত দৈনিক নবদেশ২৪ এর সাথে থাকুন।
অনুসন্ধানে উঠে আসা সেই সব ভয়াবহ, সকল তথ্য জানতে
দৈনিক নবদেশ২৪ পত্রিকার সাথে থাকুন।