শরীয়তপুরের প্রতিনিধি
মোঃ নজরুল ইসলাম শরিয়তপুর জেলা,পালং থানা,আংগারিয়া ইউনিয়ন।গ্রাম পশ্চিমভাষানচর ৫ এই আগস্ট শেখ হাসিনা পালানোর পরেই বিভিন্ন অঞ্চল ও গ্রমে চুরি,ডাকাতি,মদ পান, জুয়া ও ব্যবিচারি শুরু হয়েছে। জরিপে পওয়া জায় একটি গ্রামে ৭দিনে প্রায় ১০ টি ঘড় বাড়ি বাসায়, সিন কেটে টাকাপয়সা সর্নের অলংকার চুড়ি ডাকাতি প্রতিনিয়ত হয়ে থাকে।এক প্রজায়ে পাওয়া যায় যে প্রকাশ্যে মদ্যপান জুয়া খেলা চালিয়ে যাচ্ছে। গ্রামের গন্য মান্য ব্যক্তিরা গ্রামের বিচারের সালিশ ডেকে নিদৃষ্ট এক জায়গায় বসে, ঐ কথাগুলো আলোচনা করে। এক পর্যায়ে গ্রামের বিভিন্ন প্রতি সমাজে ৮থেকে ১০জন করে বিচারক হিসেবে গন্য করা হয়েছে। এলাকার গন্য মান্য ব্যক্তির মূল উদ্দেশ্য হলো একটি সুন্দর সমাজ গড়তোলা।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত