স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারী সার কেনার পর খুচরা দোকানীর কাছে সেই সার বিক্রির অভিযোগ উঠেছে কৃষকের বিরুদ্ধে। জানা যায়, ০২'জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কৃষক মোহম্মদ আলী বিসিআইসি ডিলারের দোকান থেকে সার কেনার পর খুচরা দোকানীর কাছে সেই সার বিক্রির সময় হাতে নাতে ধরা পরে। ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা অজুহাতে দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম ও ফারুক হোসেনকে সরকারী কাজে বাধা প্রদান করে সাধারণ কৃষকরা।
প্রায় এক ঘন্টা পর অবরুদ্ধ উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উদ্ধার করা হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ওই কৃষক বিসিআইসি ডিলারের কাছ থেকে সার কেনার পর আবার খুচরা দোকানে বিক্রি করে দেয়। এ সময় তারা উপস্থিত হয়ে ঐ সারের বিষয়ে জানতে চাইলে তাদের সাথে খারাপ আচরণ করে, সরকারী কাজে বাধা প্রদান করে এবং তাদের ব্যবহৃত মুঠোফোন কেড়ে নিয়ে লাঞ্চিত করে। অভিযুক্ত কৃষক মোহম্মদ আলী জানান, তিনি ৫ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন।
তাকে ওই দিন (বৃহস্পতিবার) সকালে সারের স্লিপ দেওয়া হয়। তিনি সেই সার ডিলার আশরাফ আলীর ঘর থেকে কিনে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে ভাগিনা বাদশার কাছে দেনা থাকা সার ফেরত দিতে সেখানে সব সার নামান। এ সময় কৃষি অফিসের লোক তার বিরুদ্ধে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ তুলে। উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকারি কাজে বাধা প্রদান করায় এই ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত